কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


কুমিল্লায় নিখোঁজদের সঙ্গে চিকিৎসক শাকিরের সম্পর্ক নেই, দাবি বাবার

চিকিৎসক শাকির বিন ওয়ালীকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁর বাবা এ কে এম ওয়ালী উল্লাহ। আজ বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।

এ কে এম ওয়ালী উল্লাহ বলেন, তিন দিন (রোববার) আগে তাঁর ছেলেকে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া সাদাপোশাকে চার ব্যক্তি বাসা থেকে উঠিয়ে নিয়ে যান। চতুর্থ দিন (আজ বুধবার) পত্রিকার মাধ্যমে জানতে পারেন, তাঁর ছেলেকে মিথ্যা বানোয়াট মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে।

এদিকে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কর্মকর্তারা বলছেন, শাকির নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। কথিত হিজরতের নামে ঘর ছেড়ে যাওয়া কুমিল্লার সাত তরুণের সহযোগী শাকির। তিনি নানাভাবে তরুণ-যুবকদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে আসছিলেন। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে জঙ্গি সংগঠনটির জন্য সদস্য সংগ্রহ, সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা ও কথিত হিজরতে যেতে সহায়তা করতেন।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে ওয়ালী উল্লাহ বলেন, শাকির তাঁদের চেনেনই না। তাঁকে অন্যায়ভাবে তুলে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হয়েছে। এর নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

শাকিরের বাবা চিকিৎসক এ কে এম ওয়ালী উল্লাহর অভিযোগ, গত রোববার দুপুরের পর রামপুরার বাসা থেকে তাঁর ছেলেকে সিআইডির পরিচয় দিয়ে সাদাপোশাকে থাকা চার ব্যক্তি তুলে নিয়ে যান। সেদিন রাত ১০টার দিকে তাঁরা আবার এসে শাকিরের মুঠোফোন নিয়ে যান। এখন শাকিরকে জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তারের কথা জানাল সিটিটিসি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন