কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বারবার কেন বেশি দামে চাল–গম কেনে সরকার

প্রথম আলো খাদ্য মন্ত্রণালয় প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৬

বিশ্ববাজার থেকে কোন দেশ কত দামে চাল–গম কিনছে, সেই তথ্য এখন আর কারও পক্ষে লুকানো সম্ভব নয়। ইন্টারনেটের যুগে প্রতি মুহূর্তে খাদ্যপণ্যের দাম জানা যায়। এর মধ্যেও সরকার রাশিয়ার কাছ থেকে প্রতি টনে ৫০ ডলার বেশি দিয়ে ৫ লাখ টন গম কেনার চুক্তি করেছে।


শুধু গমের ক্ষেত্রেই যে এমনটা হয়েছে তা নয়, চাল কেনার ক্ষেত্রেও ভিয়েতনামের একটি রাষ্ট্রীয় সংস্থার কাছ থেকে অন্য রপ্তানিকারক দেশের তুলনায় প্রতি টনে ৫৬ ডলার বেশি দাম দিয়ে ২ লাখ ৩০ হাজার টন চাল কেনার অভিযোগ উঠেছে।


বেশি দামে চাল-গম কেনার এ অভিযোগ অবশ্য নতুন নয়। এর আগে ২০১৭ সালে কামরুল ইসলাম খাদ্যমন্ত্রী থাকা অবস্থায় থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে বেশি দামে চাল এবং রাশিয়া থেকে বেশি দামে গম আমদানির অভিযোগ উঠেছিল। ২০১৫ সালের জুনে ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানির অভিযোগও ওঠে। পরে ওই গমের বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও