কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের ছবি ব্যবহার করছে হ্যাকাররা

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কম্পিউটারে ম্যালওয়্যারের সংক্রমণ বিস্তারে ন্যাশনাল অ্যারোনটিবস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের ছবি ব্যবহার করছে হ্যাকাররা। সম্প্রতি সাইবার নিরাপত্তা কোম্পানি সিকিউরনিক্স এ তথ্য জানিয়েছে। খবর টেকটাইমস।

গত জুলাইয়ে টেলিস্কোপের প্রথম ধাপের ছবি প্রকাশ করেছিল নাসা। সেখান থেকে একটি পরিচিত ডিপ ফিল্ড ছবিকে হ্যাকাররা রূপান্তরের মাধ্যমে ডিভাইসে ম্যালওয়্যার ছড়ানোর কাজে ব্যবহার করেছে। প্রতিষ্ঠানটির গবেষণা দল এটি জানতে পেরেছে। সিকিউরনিক্স জানায়, মহাকাশের গভীর অংশের ছবিটি মাইক্রোসফট অফিসের একটি ডকুমেন্টে যুক্ত করে দিয়ে হ্যাকাররা ফিশিং আক্রমণ চালাচ্ছে।

এক ব্লগপোস্টে সিকিউরনিক্সের সাইবারনিরাপত্তা বিশেষজ্ঞ বলেন, ছবিটিতে ক্ষতিকর বেজ৬৪ কোড একটি সার্টিফিকেটের পরিচয়ে আত্মগোপন করেছিল। সংস্থাটি জানায়, ফাইলটি প্রকাশের সময় কোনো অ্যান্টিভাইরাল প্রোগ্রামই ম্যালওয়্যারটি শনাক্ত করতে পারেনি বলে ভাইরাসটোটাল সূত্রে জানা গিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন