কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


উন্নত দেশগুলোর মধ্যে প্রত্যাশিত আয়ু সবচেয়ে কম যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে মানুষের প্রত্যাশিত আয়ুষ্কাল কমে ১৯৯৬ সালের পর থেকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। সরকারি তথ্যমতে, দেশটিতে ২০১৯ সালে প্রত্যাশিত গড় আয়ু ছিল প্রায় ৭৯ বছর। এখন সেটি কমে ৭৬ দশমিক ১ বছরে দাঁড়িয়েছে।

গত এক শতাব্দীতে যুক্তরাষ্ট্রে মাত্র দু’বছরে গড় আয়ু এতটা আর কখনোই কমতে দেখা যায়নি। এর জন্য অবশ্য করোনাভাইরাস মহামারিকে দায়ী করেছে কর্তৃপক্ষ। খবর বিবিসির। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্যমতে, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে মার্কিনিদের প্রত্যাশিত গত আয়ু কমেছে ২ দশমিক ৭ বছর। পরিসংখ্যান বলছে, ২০২০ ও ২০২১ সালের মধ্যে আয়ুষ্কাল কমার জন্য ৫০ শতাংশ দায়ী করোনাভাইরাস।

কিন্তু ২০১৯ ও ২০২০ সালের মধ্যে এর অবদান ছিল ৭৪ শতাংশ। যুক্তরাষ্ট্রে মাত্রাতিরিক্তি ওষুধ সেবনসহ অনিচ্ছাকৃত আঘাত ২০২১ সালে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল এবং আয়ুষ্কাল কমায় এর অবদান ছিল ১৫ দশমিক ৯ শতাংশ। এছাড়া হৃদরোগ, দীর্ঘস্থায়ী লিভারের রোগ, সিরোসিস এবং আত্মহত্যার কারণে মৃত্যুও প্রত্যাশিত আয়ু কমার পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন