কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


লিগ কমিটির পদ ছাড়লেন সালাম মুর্শেদী

বাংলাদেশ প্রিমিয়ার লিগ কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন আবদুস সালাম মুর্শেদী। তবে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতির পদে থাকবেন। এ ছাড়া বাফুফের ফিন্যান্স ও রেফারিজ কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্বপালন করবেন সাবেক এ ফুটবলার।

পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের পদ সালাম মুর্শেদী ছাড়তে পারেন, এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে ঘরোয়া ফুটবল অঙ্গনে। অবশেষে আজ তিনি নিজেই সিদ্ধান্তটা জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে।

ব্যবসায়িক ও রাজনৈতিক কারণে ফুটবলে ততটা সময় দিতে পারছেন না, এ কারণেই তিনি ঘরোয়া ফুটবলের গুরুত্বপূর্ণ পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান, ‘ফুটবল আমার প্রথম অগ্রাধিকার। কিন্তু বাস্তবতার কারণেই আমি এখন ফুটবলে সময় দিতে পারছি না। এ জন্য আজ আমি সভাপতিকে (কাজী সালাউদ্দিন) জানিয়ে দিয়েছি যে পেশাদার লিগ কমিটি চালানোর মতো সময় আমার হাতে নেই।’

জাতীয় দলের হয়ে মাঠ মাতিয়েছেন সালাম মুর্শেদী

ফাইল ছবি: প্রথম আলো
জাতীয় দলের সাবেক ফুটবলারের পাশাপাশি অন্য পরিচয়ও রয়েছে সালাম মুর্শেদীর। তিনি একজন সফল ব্যবসায়ী। বাংলাদেশ পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক (বিজিএমই) সমিতির সাবেক সভাপতি। এ ছাড়া খুলনা–৪ আসনের সংসদ সদস্য সালাম মুর্শেদী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন