কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সঙ্গী প্রতারক কি না চিনবেন যেভাবে

ভালোবাসার মানুষ যেমনই হোক না কেন তার প্রতি সবারই দুর্বলতা থাকে। তবে এতোটাও দুর্বলতা দেখানো উচিত নয়, যাতে সঙ্গী আপনাকে ঠকাতে পারেন কিংবা প্রতারণা করেন। এ বিষয়ে সবারই সতর্ক থাকতে হবে। হয়তো আপনার সামনে তিনি খুবই ভালো একজন মানুষ, তবে আড়ালে তিনি আপনাকে ঠাকাচ্ছেন কি না তা জানতে হবে। তবে সব সময় তো কাজকর্ম ফেলে সঙ্গীর পেছনে ঘরে বেড়ানো সম্ভব নয় কারও! তবে কয়েকটি লক্ষণ আছে যা দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন সঙ্গী প্রতারক কি না।

জেনে নিন কী কী- >> ধরুন আপনাদের দুজনেরই একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার কথা। সব ঠিকঠাক হলেও, সঠিক সময়ে ফোন করে জানালেন তিনি আসতে পারছেন না। হয়তো মাঝে মধ্যে কাজের ব্যস্ততায় এমনটি হতে পারে, তাই বলে প্রায়ই যদি এমনটি দেখেন তাহলে বুঝবেন তিনি আপনার সঙ্গে প্রতারণা করছেন কিংবা কিছু লুকাচ্ছেন। সেক্ষেত্রে সতর্ক থাকুন।

>> সঙ্গীর ফোন ধরতে গেলে কি তিনি রেগে যান বা বিরক্তি প্রকাশ করেন? এর পেছনে দুটি কারণ থাকতে পারে- অনেকে নিজের ব্যক্তিগত পরিসর নিয়ে খুবই খুঁতখুতে হন। আবার এমনও হতে পারে যে, ফোনেই হয়তো তার অনেক রহস্য লুকিয়ে আছে। >> দিনশেষে কথা বলার সময় সারাদিন কীভাবে কেটেছে তা কি শুধু আপনিই বলতে থাকেন, নাকি সঙ্গীও খিচুটা শেয়ার করেন? যদি দেখেন সঙ্গী তার সম্পর্কে তেমন কিছু প্রকাশ করছেন না বা কোনো কথা শেয়ারও করছেন না তাহলে বুঝবেন তিনি হয়তো কঠিন সময় পার করছেন না হয় আপনাকে ঠকাচ্ছেন। এক্ষেত্রে তাকে সন্দেহ করার খোলাখুলি জিজ্ঞাসা করেন তার জীবনে কোনো খারাপ পরিস্থিতি চলছে কি না। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন