কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভার্চুয়াল দুনিয়ায় বিএনপির হালচাল

বার্তা২৪ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২, ১১:১৮

রাজনৈতিক যুদ্ধ এখন আর শুধু রাজপথেই হয়না, যুদ্ধের ময়দান হিসেবে অনেক আগেই নাম লিখিয়েছে ইন্টারনেট দুনিয়া। ভার্চুয়াল দুনিয়া এখন রাজনীতির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে যেমন খুব দ্রুত জনমত গঠন করা যায়, তেমনি দলের খবরাখবরও নেতাকর্মীদের কাছে পৌঁছানো যায় খুব সহজে। তবে নেতিবাচক অনেক দিকও আছে এই মাধ্যমের। ইন্টারনেট দুনিয়ার বিস্তৃতি অনেক বৃহত পরিসরে হলেও বাংলাদেশে এই মাধ্যমটি সবচেয়ে বেশী চর্চা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষ করে রাজনৈতিক হাতিয়ার হিসেবে। প্রচার প্রচারণার সাথে প্রোপাগান্ডাও চলে সমান তালে।


নিরপেক্ষ বিশ্লেষণে দেখা গেছে বড় রাজনৈতিক দল হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ বিএনপি’র তুলনায় বেশ এগিয়ে। তবে বিক্ষিপ্তভাবে হলেও বিএনপি এখন নিজেদেরকে বেশ ভালোভাবেই গুছিয়ে নিচ্ছে।তাদের নেতাকর্মী সহ জনগণের কাছে পৌঁছানোর সহজ মাধ্যম হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেশ পরিকল্পিতভাবে ব্যবহার করতে দেখা যাচ্ছে। বিএনপির প্রবীণ ও শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুপস্থিত থাকলেও তাদের নামে প্রচুর ভূয়া অ্যাকাউন্টের দেখা মেলে। তবে তরুণ ও মধ্য বয়সী রাজনৈতিক ব্যক্তিত্বরা বেশ ভালোভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার করছেন।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও