কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন

আগামী জাতীয় সংসদ নির্বাচনের হুইসেল এখনো বাজেনি। ২০২৩ সালের শেষে অথবা ২০২৪ সালের শুরুতে নিয়ম অনুযায়ী সংসদ নির্বাচন হওয়ার কথা। গত দুটি সংসদ নির্বাচন নিয়ে বিতর্ক আছে, সমালোচনা আছে। আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা গত দুই নির্বাচন নিয়ে নানা বিরূপ সমালোচনা করলেও আন্তর্জাতিক মহলে সরকারের বৈধতা নিয়ে বড় ধরনের কোনো সংকট আছে বলে মনে হয় না। এমনকি দেশের ভেতরেও সরকারের বিরুদ্ধে নির্বাচন ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে বড় ক্ষোভের লক্ষণ দেখা যায় না। নির্বাচনে দেশের সব রাজনৈতিক দল অংশগ্রহণ করুক, নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভয়ভীতি ছাড়া নিজের ভোট নিজে পছন্দের প্রার্থীকে দেওয়ার পরিবেশ নিশ্চিত হোক- এমন প্রত্যাশা সবারই। কিন্তু মানুষের এই প্রত্যাশা পূরণের সুযোগ আগামী নির্বাচনে পাওয়া যাবে কিনা, এ বিষয়ে সংশয় রয়েছে। প্রথম সংশয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে।

বিএনপির পক্ষ থেকে এটি বারবার জোর দিয়েই বলা হচ্ছে যে, আওয়ামী লীগ সরকারের অধীন কোনো নির্বাচনে তারা অংশ নেবে না। বিএনপি দেশের একটি বড় দল। এ দলটি নির্বাচনে অংশ না নিলে ওই নির্বাচনকে দেশের মানুষ অংশগ্রহণমূলক মনে করে না। একইভাবে আওয়ামী লীগও যদি নির্বাচনে অংশ নেয়, তা হলে ওই নির্বাচনকেও অংশগ্রহণমূলক বলা হয় না এবং হবে না। দেশে অনেক রাজনৈতিক দল থাকলেও আওয়ামী লীগ ও বিএনপি ছাড়া অন্যদের মানুষকে প্রভাবিত করার ক্ষমতা কম। দেশের মানুষও মোটা দাগে দুশিবিরেই বিভক্ত। তবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে তফাত অবশ্যই আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন