কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


আবুল হায়াতের সঙ্গে আরশ ও চমক

গত কয়েক বছরে টিভি নাটকে যত নতুন মুখ উঠে এসেছেন, তাঁদের মধ্যে অন্যতম আরশ খান ও রুকাইয়া জাহান চমক। সম্প্রতি নতুন নাটকে আবুল হায়াতের সঙ্গে অভিনয় করলেন তাঁরা। আরশ ও চমক জুটিকে নিয়ে ‘আনন্দধাম’ নামে একটি নাটক বানিয়েছেন চয়নিকা চৌধুরী। আবুল হায়াত আছেন নাটকটির গুরুত্বপূর্ণ চরিত্রে। কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন আবুল হায়াত। দেশে ফিরে আনন্দধামের মাধ্যমে কাজে ফিরলেন তিনি। এ নাটকে আরও আছেন মিলি বাশার। মাসুম শাহরিয়ারের লেখা নাটকটির শুটিং হলো সম্প্রতি।

নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘আবুল হায়াতকে আমি বাবা ডাকি। নাটকে তাঁর উপস্থিতি মানেই দর্শকের কাছে অন্য রকম এক ভালো লাগা। পাশাপাশি মিলি আপাও আছেন এই নাটকে। আছে এই প্রজন্মের দুই শিল্পী চমক ও আরশ। দুই প্রজন্মের শিল্পীদের নিয়ে চমৎকার একটি গল্প উপস্থাপনের চেষ্টা করেছি এই নাটকে। সব মিলে আনন্দধাম দর্শকের ভালো লাগার মতো একটি নাটক হয়েছে।’

আবুল হায়াত বলেন, ‘নাটক নির্মাণে চয়নিকা চৌধুরী আমাদের দেশে সুপরিচিত একটি নাম। টিভির পর্দায় তার কোনো নাটকের দৃশ্য দেখলেই বুঝা যায় যে এটি চয়নিকা চৌধুরীর নাটক। শত শত নাটক নির্মাণ করে চয়নিকা চৌধুরী নিজেকে এমন অবস্থানে নিয়ে গেছেন। আবার নাটকের গল্প ও গল্প বলার ধরন দেখেও বোঝা যায়। কারণ, গল্প নির্বাচনেও চয়নিকা ভীষণ চুজি। সব মিলিয়ে চয়নিকার নাটকে অভিনয় করতে পারলে সব সময়ই ভালো লাগে।’

একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারের লক্ষে আনন্দধাম নাটকটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন