কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


অফিসে যাওয়া সময় মেকআপের যেসব সামগ্রী সঙ্গে রাখতে পারেন

অফিসে যাওয়ার সময় অনেক সময় ঠিকমতো মেকআপ করাই হয় না। সময়মতো পৌঁছানোও যেমন দরকার, তেমনই ঠিকমতো সাজগোজ করারও প্রয়োজন আছে। অনেক সময়ে এমন হয় যে, গাড়িতে বসে কিংবা অফিসে ঢুকে মেকআপ করে নিলেন। তার জন্য ব্যাগে কয়েকটি জিনিস থাকা দরকার।

এগুলো নানাভাবে ব্যবহার করা তো যাবেই এবং সাজও সম্পূর্ণ হবে। সাধারণত কালো কাজলই আমরা ব্যাগে রাখি। তবে বাদামি কাজল সঙ্গে রাখা সবচেয়ে সুবিধাজনক। চোখের কোল একটু স্পষ্ট করার জন্য এটা যেমন ব্যবহার করা যায়, তেমনই চোখে একটু স্মোকি ভাব আনার জন্য পাতার উপরে লাগানো যায়।

এমন একটি ফেস কিট রাখুন যার মধ্যে একটি প্যাকেই কন্সিলার ও প্রাইমার থাকে। যার ফলে একাধিক বাক্স ব্যাগে রাখতে হবে না। এখান থেকেই বেস, প্রাইমার ও কন্সিলার ব্যবহার করা যাবে। হাল্কা ময়েশ্চারাইজারের সঙ্গে মিশিয়ে মুখের উঁচু জায়গাগুলিতে ইলিউমিনেটর লাগালে ঔজ্জ্বল্য আসবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন