কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনা এড়াতে আরও সতর্ক থাকার নির্দেশ

বাংলা ট্রিবিউন পুলিশ সদর দপ্তর প্রকাশিত: ২২ আগস্ট ২০২২, ২১:২৯

থানা হেফাজতে মৃত্যু কিংবা পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনা এড়াতে বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিটের সদস্যদের আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। দায়িত্ব পালনের সময় নিজেদের বিচক্ষণতার পরিচয় দিয়ে যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশি হেফাজতে কিংবা থানা হেফাজতে কোনও মৃত্যুর ঘটনা যেন না ঘটে সে কারণে প্রতিটি ইউনিট প্রধানদের আরও দায়িত্বশীল হবার পরামর্শ দিয়েছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।


সম্প্রতি হাতিরঝিল থানা হেফাজতে হাজতখানায় এক আসামির আত্মহত্যার ঘটনা এবং গোয়েন্দা হেফাজতে থাকাকালীন সময়ে আরও এক আসামির মৃত্যুর ঘটনা অনেকটাই বিব্রত করেছে পুলিশকে। সতর্ক থেকে আসামি গ্রেফতার, আসামিকে জিজ্ঞাসাবাদ কিংবা থানা হেফাজতে আসামি রাখার ক্ষেত্রে আরও দায়িত্বশীল হয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর। করোনাকালে পুলিশের কার্যক্রম সব মহলে প্রশংসিত হয়েছে। দুই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় পেশাদারিত্ব প্রশ্নবিদ্ধ হয়। এ ধরনের কোনও প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড এড়িয়ে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও