কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


র‍্যাংকিংয়ে সাকিব-মুস্তাফিজদের অবনতি

সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজেও হেরেছে বাংলাদেশ। যার প্রভাব পড়েছে ব্যক্তিগত র‍্যাংকিংয়েও। এই তালিকায় অবনতি হয়েছে বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। দুই ধাপ করে নেমে সাকিব ১৪-তে ও মুস্তাফিজ ১৬ নম্বরে। বুধবার প্রকাশিত হয়েছে আইসিসির সর্বশেষ র‍্যাংকিং।


টাইগার পেসার তাসকিন আহমেদ চার ধাপ নেমে ৪২তম স্থানে। মোহাম্মদ সাইফউদ্দিনেরও অবনতি হয়েছে, তিনি আছেন ৭৫ নম্বরে। বোলারদের র‍্যাংকিংয়ে ১০ ধাপ এগিয়েছেন তাইজুল। তার অবস্থান ৭১তম। সর্বোচ্চ ৪৩৬ রেটিং পয়েন্টও অর্জন করেছেন তিনি। ওয়ানডেতে বোলিং র‍্যাংকিংয়ে সবার ওপরে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।


ব্যাটিংয়ে বাংলাদেশের মধ্যে সবার ওপরে আছেন তামিম ইকবাল। ১৬ নম্বরে থাকা তামিমের অবস্থান পরিবর্তন হয়নি। মুশফিকুর রহিম ১৭ থেকে নেমে গেছেন ১৯ নম্বরে। লিটন দাসের অবনতি হয়েছে চার ধাপ। ২৮ নম্বরে নেমে গেছেন তিনি। সাকিব আল হাসান আছেন ৩০ নম্বরে। ওয়ানডেতে ব্যাটিং র‍্যাংকিংয়ে সবার ওপরে পাকিস্তানের বাবর আজম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন