কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


‘পরাণ’-এর পর ‘দামাল’ আসছে

প্রেক্ষাগৃহে সাড়া ফেলেছে রায়হান রাফির ‘পরাণ’। নতুন খবর হলো এই পরিচালকের আরেকটি ছবি ‘দামাল’ সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পাচ্ছে। গত সোমবার বিকেলে ছবিটি দেখেন সেন্সর বোর্ডের সদস্যরা। কোনো কর্তন ছাড়াই ছবিটির ছাড়পত্রের জন্য সদস্যরা একমত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার ছবির পরিচালক জানিয়েছেন আগামী অক্টোবরের শেষে মুক্তি দিতে চান ছবিটি।

বিষয়টি নিশ্চিত করে সেন্সর বোর্ডের অন্যতম সদস্য অভিনেত্রী অরুণা বিশ্বাস বলেন, ‘ছবিটি দেখে ভালো লেগেছে। তেমন কোনো সমস্যা নেই ছবিতে। আমরা সদস্যরা সবাই ছবিটির মুক্তির অনুমতির জন্য মতামত দিয়েছি।’সেন্সর বোর্ডের সেক্রেটারি মুমিনুল হক প্রথম আলোকে বলেন, ‘ছবিতে কোনো সমস্যা নাই। গতকাল সরকারি ছুটি। এ কারণে ছাড়পত্র এখনো দেওয়া হয়নি। সেন্সর বোর্ডের চেয়ারম্যান স্বাক্ষর করলেই আমরা ছবিটির সনদপত্র দিয়ে দেব।’

‘দামাল’ রায়হান রাফির প্রেক্ষাগৃহে চতুর্থ সিনেমা হিসেবে মুক্তি পাবে। ‘পোড়ামন–২, ও ‘দহন’–এরপর বর্তমান তাঁর ‘পরাণ’ ছবিটি প্রেক্ষাগৃহে সাড়া ফেলেছে। ‘দামাল’ সেন্সর পাওয়া প্রসঙ্গে রায়হান রাফি বলেন, ‘সোমবার সেন্সর বোর্ডের বেশ কয়েকজন সদস্য আমাকে ফোন দিয়েছিলেন। তাঁরা ছবিতে কোনো সমস্যা পাননি। বরং ছবিটির খুব প্রশংসা করেছেন।’

স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে ‘দামাল’–এর কাহিনি। ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযুদ্ধের জন্য ব্যয় করেছে। যেটি ইতিহাসের অংশ, যা অনেকের কাছে অজানা। সেই অজানা বিষয়গুলো উঠে আসবে ‘দামাল’-এ।

রাফি আরও বলেন, ‘এটি আমার একটি ড্রিম প্রজেক্ট। মুক্তিযুদ্ধ নিয়ে আমার প্রথম কাজ। আমার মনে হয় মুক্তিযুদ্ধকে নিয়ে আগে এভাবে কাজ হয়নি। ‘পরাণ’-এর চাইতেও বড় চমক থাকবে এই ছবি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন