কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


আইপ্যাডে হেডফোন জ্যাক রাখছে না অ্যাপল

নিজেদের আইফোন লাইনআপ এবং ‘আইপ্যাড প্রো’র মতো বেশ কটি আইপ্যাড ডিভাইস থেকে আগেই হেডফোন জ্যাক সরিয়ে ফেলেছে অ্যাপল। আর এখন যাবতীয় আইপ্যাড মডেল থেকেই এটি হারিয়ে যেতে পারে বলে ইঙ্গিত মিলছে। ডিভাইসের এন্ট্রি-লেভেল মডেলে নতুন ডিজাইনের রেন্ডার অনুসারে এতে আর তিন দশমিক পাঁচ মিলিমিটার আকারের ‘কানেকটর’ থাকবে না। ডিভাইসের ওপরে বা নিচে কোথাও নেই এটি।

২০১৭ সালে ডিভাইসের ডিসপ্লের আকার কিছুটা বাড়ানোর পাশাপাশি এর অভ্যন্তরীণ হার্ডওয়্যার আপগ্রেড নিয়ে কাজ করলেও ডিভাইসের সামগ্রিক চেহারায় সামঞ্জস্য রেখেছিল অ্যাপল। এখন সেই পরিস্থিতি পাল্টে যেতে পারে, কারণ সাম্প্রতিক আইফোন, আইপ্যাড এবং ১৪-ইঞ্চি/১৬-ইঞ্চি ম্যাকবুক প্রোর মতো একই ধরনের ‘সমতল কিনারা বা ফ্ল্যাট সাইডের নান্দনিকতা’ থাকতে পারে নতুন আইপ্যাডে। এসব রেন্ডার নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে অ্যাপলবিষয়ক সাইট ‘৯টু৫ ম্যাক’ এবং ‘ম্যাকরিউমার্স’। তবে সব সময়ের মতোই, এসব তথ্য আর ছবি আসল কি না সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই ডিভাইসে হোম বাটন এখনো থাকছে, যার অর্থ ডিসপ্লের ওপরে ও নিচে চওড়া বেজেল দেখা যাবে। মাইস্মার্ট প্রাইসের প্রতিবেদন বলছে, ডিভাইসটির বর্তমান ১০ দশমিক দুই ইঞ্চি মডেলের চেয়ে সম্ভবত আকারে বড় হবে নতুন ডিভাইসের স্ক্রিন। আর আইপ্যাডের পেছনে নতুন নকশা করা ক্যামেরাটি মনে করিয়ে দেয় ‘আইফোন এক্স’-এর মডিউলের কথা। এ ছাড়া, নতুন আইপ্যাডে আছে একটি ইউএসবি-সি পোর্ট, যা অ্যাপল ‘ট্যাবলেট লাইনের রূপান্তরে’ পূর্ণতা দেবে বলে উঠে এসেছে প্রতিবেদনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন