কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সৌদিতে আরো এক বাংলাদেশি হাজির মৃত্যু

হজ পালন শেষে সৌদি আরবে আরো এক হজযাত্রী মারা গেছেন। এদিকে হজের পর দেশে ফিরেছেন ৩৯ হাজার ৭০ হজযাত্রী। আজ রবিবার (৩১ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

বুলেটিন সূত্রে জানা যায়, গতকাল শনিবার (৩০ জুলাই) মদিনায় মারা যান মেহেরপুর জেলার মো. আবু তালেব মোল্লা। তার বয়স হয়েছিল ৫৬ বছর। আবু তালেবের পাসপোর্ট নম্বর-EA0749782।

এদিকে গত ১৭ দিনে ১০৯টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৯ হাজার ৭০ হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৯টি, সৌদি এয়ারলাইনসের ৪৫টি ও ফ্লাইনাস এয়ারলাইনসের পাঁচটি ফ্লাইট রয়েছে।    

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী। এরপর গত ১৪ জুলাই থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

এখন পর্যন্ত হজে গিয়ে সৌদিতে মারা যাওয়া বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ২৫। এরমধ্যে পুরুষ ১৮ ও মহিলা ৭ জন। তাদের মধ্যে মক্কায় ১৯, মদিনায় ৪ ও জেদ্দায় ২ জন মারা যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন