কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আইসিসির সদস্যপদ পেল কম্বোডিয়া, উজবেকিস্তান, আইভরি কোস্ট

ডেইলি বাংলাদেশ আইসিসি সদর দপ্তর প্রকাশিত: ২৭ জুলাই ২০২২, ১১:২৬

বিশ্ব ক্রিকেটে আইসিসির সহযোগী সদস্য হিসেবে সংযুক্ত হলো আরো তিনটি নতুন দেশের নাম। ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে ২৬ জুলাই এই তিনদেশকে সদস্যপদ দিল আইসিসি। দেশ তিনটি হলো- এশিয়া থেকে কম্বোডিয়া ও উজবেকিস্তান এবং আফ্রিকা থেকে আইভরি কোস্ট। 


মঙ্গলবার রাতে বার্মিংহামে চলমান আইসিসির বার্ষিক সভায় এ সিদ্ধান্ত হয়। যার ফলে এখন স্বীকৃত ক্রিকেট খেলুড়ে দেশের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০৮টি। যার সুবাদে এখন এশিয়ার ২৫টি ও আফ্রিকার ২১টি দেশ আইসিসির সদস্য হলো। ক্রিকেটখেলুড়ে দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার বড় মানদণ্ড হলো নিয়মিত ঘরোয়া ক্রিকেট আয়োজন। যেখানে অন্ততপক্ষে ৫০ ওভার ও ২০ ওভারের টুর্নামেন্ট আয়োজন করতে হবে, পাশাপাশি বয়সভিত্তিক ও নারী দলও থাকতে হবে। নতুন তিন দেশই আইসিসির এ শর্তপূরণ করেছে। উজবেকিস্তান ক্রিকেট ফেডারেশনের অধীনে ১৫টি নারী দল ঘরোয়া ক্রিকেট খেলবে। এছাড়া অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৭ দলের জন্যও রয়েছে তাদের ভিন্ন পরিকল্পনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও