কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


লোকসভার চার কংগ্রেস সদস্য সাময়িক বরখাস্ত

দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আলোচনার দাবিতে প্ল্যাকার্ডসহ লোকসভায় বিক্ষোভ দেখানোর জন্য লোকসভার চার কংগ্রেস সদস্যকে চলতি বর্ষাকালীন অধিবেশনের জন্য সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। লোকসভার স্পিকার ওম বিড়লা আজ সোমবার ওই বরখাস্তের নির্দেশ দেন। পরে সাময়িক বরখাস্ত করা ওই সদস্যরা সংসদ ভবনে অবস্থিত গান্ধীজির মূর্তির সামনে অবস্থান নেন। বর্ষাকালীন অধিবেশন চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত।

ওই চার কংগ্রেস সদস্য হলেন তামিলনাড়ু থেকে নির্বাচিত মনিকম টেগোর ও জ্যোতিমনি এবং কেরালার রামাইয়া হরিদাস ও টি এন প্রতাপন।

গত এক সপ্তাহ ধরে রান্নার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, প্যাকেটজাত মুড়ি, আটা, ময়দা, পনির ইত্যাদির ওপর নতুন করে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) বসানোর প্রতিবাদে বিরোধী সদস্যরা বিক্ষোভ করছিলেন এবং অবিলম্বে আলোচনার দাবি জানাচ্ছিলেন। তাঁরা সংসদের কক্ষে প্রধানমন্ত্রীর উপস্থিতি ও বিবৃতির দাবি জানাচ্ছিলেন। প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে লোকসভার কাজকর্মে তাঁরা বাধা দিচ্ছিলেন। প্রথম সপ্তাহের প্রতিদিনই এ জন্য সভা মুলতবি করে দেওয়া হয়। গতকাল সোমবার নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ শেষ হলে স্পিকার এভাবে বিক্ষোভ দেখানো বরদাশত না করে চার কংগ্রেস সদস্যকে পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড করেন। তিনি বলেন, বেলা তিনটায় আলোচনার অনুমতি দেওয়া হবে। কিন্তু সে সময়ও বিক্ষোভ চলায় স্পিকার ওম বিড়লা বাধ্য হয়ে ওই ব্যবস্থা নেন। সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, ‘প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে হলে সভার বাইরে যান। ভাববেন না আমি দুর্বল।’

কংগ্রেস নেতা গৌরব গগৈ বলেন, ‘গত এক সপ্তাহ ধরে আমরা এসব নিয়ে আলোচনা চাইছি। সরকার গা করছে না। প্রতিদিনই আমরা আলোচনার জন্য মুলতবি প্রস্তাব জমা দিচ্ছি। স্পিকার তা অগ্রাহ্য করছেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন