কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘গ’ ইউনিটের (বিজ্ঞান) স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষার মধ্য দিয়ে রাবির এবারের ভর্তিযুদ্ধ শুরু হল। এতে ১৫ হাজার ৫৮ আসনের বিপরীতে লড়বেন ৭২ হাজার ৪১০ জন ভর্তিচ্ছু। এবারের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সুবিধার জন্য হল পরিদর্শন না করার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

রবিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, সকাল ৯টা থেকে প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। চলে ১০টা পর্যন্ত। এরপর পর্যায়ক্রমে ১১টা থেকে ১২টা, ১টা থেকে ২টা, সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অন্য তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।   এ এইচ এম আসলাম হোসেন আর‌ো বলেন, পরীক্ষার হলে মোবাইল ফোন ও ক্যালকুলেটরসহ মেমোরিযুক্ত কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে। এবারের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের পরীক্ষার যাতে ব্যাঘাত না হয়, সেজন্য পরীক্ষার হল পরিদর্শন যাননি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের বাইরে। এমন সিদ্ধান্তের বিষয়ে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার কালের কণ্ঠকে বলেন, আমরা এ বছর সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবো না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন