কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফ্র্যাঞ্চাইজি লিগ বাড়ানোর পরামর্শ শাস্ত্রীর

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২২ জুলাই ২০২২, ১৭:০৩

আন্তর্জাতিক ক্রিকেটে টি-২০ কমিয়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটে আইসিসির মনোযোগ দেয়া উচিত বলে মত দিলেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। সম্প্রতি টেলিগ্রাফের স্পোর্টস পডকাস্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মতামত দেন। এরই মধ্যে ওয়ানডে থেকে স্টোকস ও উইন্ডিজের দু’জন ক্রিকেটারের অবসরের ঘোষণার পরপরই আলোচনায় উঠে আসে ক্রিকেটের এই ফরম্যাট। তার মধ্যে সম্প্রতি ওয়ানডে ক্রিকেটকে বাদ দেয়ার পক্ষে মত দিয়েছেন ওয়াসিম আকরাম। কথা উঠছে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাট নিয়ে। সদ্য ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের সূচি ঘোষণা করেছে আইসিসি। যাতে বেড়েছে দ্বিপাক্ষিক টি-২০ সিরিজের সংখ্যা।


যেখানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে দেয়া হয়েছে আলাদা প্রাধান্য।  এমন সূচি প্রকাশের পর থেকেই বেশ আলোচনায় আছে বিষয়টি। দলগুলো এমনিতেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে গুরুত্ব দিচ্ছে। দক্ষিণ আফ্রিকা রীতিমতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সুপার লিগের অংশ অস্ট্রেলিয়া সিরিজই বাতিল করে দিয়েছে। যা তাদের ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করাকে ফেলে দিয়েছে ধোঁয়াশায়। দক্ষিণ আফ্রিকা এই কাজ করেছে মূলত সে সময় অনুষ্ঠেয় ফ্র্যাঞ্চাইজি লিগকে মাথায় রেখে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও