কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


কী আছে ওয়েব টেলিস্কোপে তোলা সেই ৫ ছবিতে?

নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে তোলা মহাবিশ্বের বিস্ময়জাগানো ছবিগুলা নিয়ে এখনও চলছে উচ্ছ্বাস, বিশ্লেষণ আর তর্ক-বিতর্ক। এর মধ্যে পাঁচটি বিশেষ ছবির ব্যাখ্যা করেছে টাইম ডটকম।

কারিনা নেবুলা

নক্ষত্ররাও জন্ম নেয়, বয়স হয় এবং মারা যায়। পৃথিবী থেকে সাত হাজার ছয়শ আলোকবর্ষ দূরে রয়েছে কারিনা নেবুলা। মহাজগতে নক্ষত্ররাজির বড় সূতিকাগার বলা চলে একে।

ছবিতে পাহাড়ের মত যা মনে হচ্ছে তা আসলে ধুলো ও গ্যাসের মিশ্রণে তৈরি হওয়া চূড়া। এর কোনো কোনোটি উচ্চতায় এত বড় যে পার হতে লেগে যাবে সাত আলোকবর্ষ।

এসএমএসিএস ০৭২৩

মহাকাশের গভীরে অতীতের সময়কেও আরও স্পষ্ট রূপে ফ্রেমবন্দি করতে পেরেছে জেমস ওয়েব। এই নভোদূরবীন যে আলো ধরতে পারবে, তাতে ফুটে উঠবে ১৩৬০ কোটি বছর আগের মহাবিশ্বের রূপ।

এ ছবিতে বিশাল যে গুচ্ছ দেখা যাচ্ছে তার নাম এসএমএসিএস ০৭২৩; যা ধারণ করে আছে হাজার হাজার ছায়াপথ। এইসব ছায়াপথের কোনো কোনোটি ১৩১০ কোটি আলোকবর্ষ দূরের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন