কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ইংল্যান্ডকে বিধ্বস্ত করে পাকিস্তানকে পেছনে ফেলল ভারত

প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের মাটিতে স্বাগতিকদের দশ উইকেটে বিধ্বস্ত করেছে ভারত। এমন দাপুটে জয়ের পর র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে রহিত শর্মাদের। তিনে থাকা পাকিস্তানকে চারে ঠেলে দিয়ে তিন নাম্বার স্থান দখল করেছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে এমন বড় জয়ের আগে র‍্যাংকিংয়ে ভারতের অবস্থান ছিল চারে, রেটিং পয়েন্ট ছিল ১০৫।

তিনে থাকা পাকিস্তানের ছিল ১০৬ পয়েন্ট। কিন্তু দশ উইকেটের জয় ভারতের রেটিং পয়েন্ট বাড়িয়ে দিয়েছে। ১০৮ রেটিং পয়েন্ট নিয়ে এখন তিনে শর্মা-কোহলিরা।   অবশ্য ওয়ানডে র‍্যাংকিংয়ে বদল হয়নি শীর্ষ স্থান। বরাবরের মতই সবার উপরে নিউজিল্যান্ড। ১২৬ রেটিং নিয়ে তারা এক নম্বরে অবস্থান করছে। ইংল্যান্ড ১২২ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে। সিরিজের বাকি ম্যাচগুলো জিতলে দুইয়ে থাকা ইংল্যান্ডের আরও কাছে চলে যাওয়ার সুযোগ থাকছে ভারতের সামনে। তবে হেরে গেলে রেটিং পয়েন্ট হারিয়ে পাকিস্তানের পেছনে পড়ে যাবে ভারত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন