কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দেশে দেশে মিষ্টিমুখ

প্রথম আলো প্রকাশিত: ১২ জুলাই ২০২২, ১৩:০৭

সোলে জার্দ, ইরান


উপকরণ: জেসমিন রাইস ১ কাপ, পানি ৩ কাপ, কোসের সল্ট ১ চা–চামচ, চিনি ১ কাপ, জাফরান ৬ টেবিল চামচ, মাখন ৩ টেবিল চামচ, সবুজ এলাচি ৪টি, গোলাপজল ১ টেবিল চামচ, দারুচিনিগুঁড়া সামান্য।


সাজানোর জন্য—দারুচিনিগুঁড়া, বাদামকুচি ও শুকনা গোলাপ পাপড়ি।


কুই পুটু, ইন্দোনেশিয়া


উপকরণ: চালের গুঁড়া ২০০ গ্রাম, আইসিং সুগার ২০০ গ্রাম, ব্রাউন সুগার ১০০ গ্রাম, নারকেল দুধ ১ কাপ, ডিম ২টি, পানদানপাতা ৩টি, পানদান এসেন্স ২ চা–চামচ, তেল আধা কাপ, শুকনা নারকেলগুঁড়া ২ কাপ ও লবণ সামান্য।


ওম আলি, মিসর


উপকরণ: তরল মাখন ৫০ গ্রাম, তরল দুধ ১ লিটার, ঘন ক্রিম ২০০ গ্রাম, কনডেন্সড মিল্ক ৪০০ গ্রাম, পেস্তা ২ টেবিল চামচ, আখরোট ২ টেবিল চামচ, কিশমিশ ২ চা–চামচ।


রুটির জন্য—ময়দা ৫০০ গ্রাম, পানি ২ কাপ, লবণ আধা চা–চামচ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও