কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মহালছড়িতে পাহাড়িদের বাড়িতে আগুনের ঘটনায় সিপিবির ক্ষোভ

পার্বত্য জেলা খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড়িদের বসতবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে এ বিবৃতি পাঠানো হয়।

পাহাড়িদের অভিযোগ, গত ৫ জুলাই মহালছড়ির জয়সেনপাড়ায় দুর্বৃত্তরা তাদের ৩৭টি বাড়িতে হামলা চালায় এবং সেগুলো পুড়িয়ে দেয়।


বিবৃতিতে সিপিবির দুই নেতা বলেন, মহালছড়িতে পাহাড়িদের জায়গাজমি, সম্পত্তি দখল এবং জাতিগত নিষ্পেষণ চালানোর উদ্দেশ্যে স্থানীয় আদিবাসীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে একের পর এক এ ধরনের হামলা, অপহরণের ঘটনা পাহাড়ে ঘটে চললেও পাহাড়িদের নিরাপত্তা সরকার নিশ্চিত করতে পারছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন