কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


নগর পিতা হতে আসিনি, সেবক হব : কুসিক মেয়র

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত বলেছেন, ‘আমি নগরবাসীর সেবা করার জন্য এসেছি। নগর পিতা হতে আসিনি। আমার প্রথম পদক্ষেপ হবে জলাবদ্ধতা, যানজটসহ সব দুর্নীতির বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় মেয়রের প্রথম কর্ম দিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন আরফানুল হক রিফাত।

মেয়র আরো বলেন, ‘নগরবাসীর যত সমস্যা সব আমাকে বলতে হবে। আমাকে না পেলে কাউন্সিলরদের মাধ্যমে জানাতে হবে। সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে ঈদের পর বসবো। খুব অল্প সময়ের মধ্যে আমার উন্নয়ন দেখতে পাবেন।’

এদিকে গত মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই নবনির্বাচিত মেয়রকে শপথ বাক্য পাঠ করান।

গত ১৫ জুন সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন আরফানুল হক রিফাত। তিনি দুইবারের মেয়র মনিরুল হক সাক্কুকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন