কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


অলিম্পিকে ইউক্রেনের পতাকা উড়বে: বাখ

অলিম্পিকের প্রধান থমাস বাখ বলেছেন, রুশ আগ্রাশন সত্বেও ইউক্রেনের ক্রীড়াবিদরা ২০২৪ অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবে। কিয়েভ সফরে গিয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎকারে বাখ যুদ্ধবিধ্বস্ত দেশটির অ্যাথলেটদের জন্য আইওসি তহবিলের পরিমান বাড়ানোরও প্রতিশ্রুতি দেন।

আসন্ন ২০২৪ সালের প্যারিস অলিম্পিক ও ২০২৬ সালের ক্রোটিনা -মিলানোর শীতকালীন অলিম্পিকে ইউক্রেনীয় পতাকা  উড়বে বলে নিশ্চত করেন বাখ। তিনি বলেন, 'রুশ আগ্রাসনের শুরুতে ২.৫ মিলিয়ন ডলারের যে তহবিল ইউক্রেনীয়দের জন্য গঠন করা হয়েছিল সেটি তিনগুন বাড়িয়ে ৭.৫ মিলিয়ন ডলার করা হবে।

বাখের সঙ্গে বৈঠক শেষে অতিরিক্ত এই সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে জেলেনস্কি বলেন, 'রুশ আগ্রাসন ইউক্রেনের ক্রীড়াঙ্গনের জন্য একটি নিষ্ঠুর আঘাত। ইউক্রেনের বিপুল সংখ্যক অ্যাথলেট আমাদের দেশকে রক্ষার জন্য সশস্ত্র বাহিনীতে যোগ দিয়েছেন। সামরিক যুদ্ধে ৮৯ ইউক্রেনীয় অ্যাথলেট ও কোচ প্রান হারিয়েছেন এবং ১৩জন আটক হয়ে রুশ বন্দীশালায় রয়েছেন। '

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন