কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সার্ভিস করেই বিশ্বরেকর্ড! কীর্তি গড়েও উইম্বলডন থেকে ছিটকে গেলেন ইসনার

শুধু সার্ভিস করেই বিশ্বরেকর্ড গড়লেন জন ইসনার। উইম্বলডনের তৃতীয় রাউন্ডের ম্যাচে পঞ্চম ‘এস’ সার্ভিস করার সঙ্গে ইভো কার্লোভিচের আগের রেকর্ড ভেঙে দিলেন ইসনার। বিশ্বরেকর্ড গড়েও ইসনার অবশ্য ছিটকে গেলেন উইম্বলডনের ল়ড়াই থেকে।এখনও পর্যন্ত পেশাদার টেনিসে ইসনারের ‘এস’ সার্ভিসের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৭৪৮টি। কার্লোভিচের মোট ‘এস’ সার্ভিসের সংখ্যা ছিল ১৩ হাজার ৭২৮টি। ছয় ফুট ১০ ইঞ্চির আমেরিকার খেলোয়াড় টেনিস সার্কিটে প্রথম থেকেই বিগ সার্ভার হিসাবে পরিচিত। ‘এস’ সার্ভিস করতেও ওস্তাদ তিনি।

ইসনারের শক্তিশালী সার্ভিসকে সমীহ করে চলেন বিশ্বের তাবড় টেনিস খেলোয়াড়রা। এ হেন ইসনার উইম্বলডনের তৃতীয় রাউন্ডে ইতালির জানিক সিনারের বিরুদ্ধে ২৪টি ‘এস’ সার্ভিস করেন। প্রথম রাউন্ডের ম্যাচে ৩৭ বছরের ইসনার করেন ৫৪টি ‘এস’ সার্ভিস।ইসনার শুধু বিশ্বরেকর্ডই করলেন না, পঞ্চম খেলোয়াড় হিসাবে উইম্বলডনেও এক হাজার ‘এস’ সার্ভিস করলেন তিনি। কীর্তি গড়ার ম্যাচ যদিও সুখের হল না সিঙ্গলসের ২০ নম্বর বাছাইয়ের কাছে। দ্বিতীয় রাউন্ডে অ্যান্ডি মারেকে হারানো ইসনার নিজেই সরাসরি সেটে হেরে গেলেন তৃতীয় রাউন্ডে। দশম বাছাই সিনারের কাছে তিনি হারলেন ৪-৬, ৬-৭ (৪-৭), ৩-৬ ব্যবধানে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন