কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সুনামগঞ্জে সদর হাসপাতালে ভর্তি ৪৪৬

সুনামগঞ্জে বন্যার পানি কমলেও দুর্ভোগ পিছু ছাড়ছে না। এবারের বন্যায় সুনামগঞ্জ জেলার পুরোটাই প্লাবিত হয়েছিল। কয়েক দিন ধরে বন্যার পানি কমতে শুরু করেছে। তবে দেখা দিয়েছে বন্যাপরবর্তী বিভিন্ন রোগ। এতে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে মানুষের।

জেলাজুড়ে ময়লা-আবর্জনা ও দূষিত পানির কারণে ডায়রিয়া ও চর্মরোগসহ নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। নারী, শিশু ও বয়স্ক— সবাই আক্রান্ত হচ্ছে এসব রোগে। সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে তারা।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সুনামগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর ভর্তির সংখ্যা বেড়েছে। এক সপ্তাহে জেলায় ৪৪৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া ডায়রিয়াসহ অন্যান্য রোগ মোকাবিলায় জেলায় ১২৩টি মেডিকেল টিম কাজ করছে।

সদর হাসপাতালের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৮ জুন) বিকেল ৫টা পর্যন্ত শুধু ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি আছে ১৩০ রোগী। তাদের মধ্যে শুধু মঙ্গলবার (২৮ জুন) ভর্তি হয়েছে ৪০ জন। এ ছাড়া জ্বর, সর্দি, নিমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশু বিভাগে ভর্তি আছে ৪১ শিশু।

হাসপাতালের স্বাস্থকর্মীরা জানান, এত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এক সিটে দুজন, তিনজন করে রোগীকে জায়গা দিতে হচ্ছে। অনেকে জায়গা না পেয়ে থাকছেন ফ্লোরে। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ৩৭টি সিটের বিপরীতে রোগী আছে ১৩০ জন। জায়গা না থাকায় বাধ্য হয়েই নিচে ফ্লোরে থাকতে হচ্ছে বলে জানিয়েছেন রোগীর স্বজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন