কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


থাইরয়েড বেড়ে গেলে করণীয়

থাইরয়েড গ্রন্থির নিঃসরণ বেড়ে গেলে শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে। এ পরিস্থিতিকে বলা হয় থাইরোটক্সিকোসিস। গ্রেভস রোগ, থাইরয়েডের নডিউল, থাইরয়েডের প্রদাহ ইত্যাদি কারণে এটি হতে পারে। এ রোগ সাধারণত নারীদের বেশি হয়।

উপসর্গ

  • থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন ও ট্রাই-আয়োডো থায়রোনিন নামক হরমোন নিঃসরণ হয়। কোনো কারণে এসব হরমোনের উৎপাদন বৃদ্ধি পেলে নানা উপসর্গ দেখা দিতে শুরু করে। যেমন ওজন হ্রাস, অতিরিক্ত ঘাম, অতিরিক্ত গরম লাগা, বুক ধড়ফড় করা ইত্যাদি।
  • অস্থিরতা, খিটখিটে মেজাজ, হাতের কাঁপুনি।
  • দ্রুত নাড়িস্পন্দন এমনকি এলোমেলো নাড়িস্পন্দন (এট্রিয়াল ফিব্রিলেশন) হতে পারে। এ থেকে হৃৎপিণ্ড বিকল হয়ে যেতে পারে।
  • হার্টের রোগ থাকলে থাইরোটক্সিকোসিস সেটিকে আরও উসকে দেয়। সামান্য হাঁটলেই হৃৎপিণ্ডে অক্সিজেনের প্রবাহ কমে আসে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন