কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


চট্টগ্রামে পাহাড় ধসে আরও এক মৃত্যু

 ১২ বছর বয়সী ছেলেটি রাতে তার বাবার দোকান ঘরে একাই ঘুমিয়ে ছিল। গত দুদিনের বৃষ্টিতে নরম হয়ে যাওয়া পাহাড়ের মাটি ধসে দোকানের ওপর পড়লে তার মৃত্যু হয়।সোমবার ভোররাতে নগরীর ষোলশহর গ্রিন ভিউ আবাসিক এলাকায় প্রবল বর্ষণের মধ্যে এই পাহাড় ধসের ঘটনা ঘটে বলে পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন মজুমদার জানান।বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মো. রায়হান নামের ওই কিশোর স্থানীয় টং দোকানি দ্বীন মোহাম্মদের ছেলে; তাদের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে।

বৃষ্টিতে পাহাড় ধস, চট্টগ্রামে ৪ মৃত্যু   চট্টগ্রামের পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরাতে অভিযান  “অতিবৃষ্টিতে পাহাড়ের মাটি ধসে দোকানের উপর পড়ে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্বজনরা মাটি সরিয়ে রায়হানের লাশ নিয়ে যায়। দাফনের জন্য মৃতদেহ তাদের গ্রামের বাড়ি লাকসামে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি।”এর আগে শুক্রবার গভীর রাতে আকবর শাহ থানা এলাকায় দুটি স্থানে পাহাড় ধসে চারজনের মৃত্যু হয়। এর পর থেকে পাহাড় ঘিরে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে প্রসাশনের উচ্ছেদ অভিযান চলছে।বৃষ্টিতে পাহাড়ি এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য প্রথমে মাইকিং করা হচ্ছে। অনেকে এলাকা ছাড়লেও কিছু কিছু পরিবার এখনও সেখানে রয়ে গেছে বলে জানান ওসি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন