কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


এত দিনেও কেন সুপারিশ বাস্তবায়িত হয়নি

২০০৭ সালে চট্টগ্রামের মতিরঝর্ণায় ভয়াবহ পাহাড়ধসে ১২৭ জনের প্রাণহানির পর সরকারের গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি ৩০টি সুপারিশ দিয়েছিল। কিন্তু ১৫ বছর পরও সেই সুপারিশ বাস্তবায়ন করা হয়নি। এর ফলে ফি বছর পাহাড়ধস এবং মানবিক বিপর্যয় হচ্ছে। সর্বশেষটা ঘটতে দেখলাম চট্টগ্রামে।

প্রথম আলোর খবর জানাচ্ছে, গত শুক্রবার গভীর রাতে বৃষ্টির মধ্যে চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার ১ নম্বর ঝিল বরিশালঘোনা ও ফয়’স লেকের লেকভিউ আবাসিক এলাকায় পৃথক পাহাড়ধসে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালঘোনায় পাহাড়ধসে যমজ শিশু তাসকিয়া ইসলাম তানহা ও তাকিয়া ইয়াসমিন তিন্নির মা ও খালা মারা গেছেন। মা শাহীনুর আকতার গুরুতর আহত হয়েও বুকে আগলে রাখায় প্রাণে রক্ষা পায় শিশু দুটি।

প্রতিবছর বর্ষা মৌসুমে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা এবং কক্সবাজারে পাহাড়ধসে এ ধরনের মানবিক বিপর্যয় ঘটেই চলেছে। ছোটখাটো দুর্ঘটনাগুলোয় কেউই তেমন গুরুত্ব দেয় না। বড় বিপর্যয় হলেই সব পক্ষ সোচ্চার হয়। ২০০৭ সালের পর ২০১৭ সালে রাঙামাটিসহ ছয় জেলায় পাহাড়ধসে ১৬৮ জনের প্রাণহানির পর আবার কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিও বেশ কিছু সুপারিশ করেছিল।

পাহাড়ধস বন্ধে ২০০৭ ও ২০১৭ সালে সরকারের কমিটিগুলো যেসব সুপারিশ করেছে, এর মধ্যে অন্যতম হচ্ছে পাহাড়ধসপ্রবণ এলাকার বাসিন্দাদের পাকাপাকিভাবে অন্য জায়গায় স্থানান্তর করা, পাহাড়ধসের প্রভাবকে প্রশমিত করে—বেশি করে সে রকম গাছ লাগানো, পাহাড় কাটা বন্ধ করা ও জড়িত ব্যক্তিদের প্রতিহত করার জন্য পাহাড়ের চতুর্দিকে বেড়া দেওয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন