কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বন্যার্তদের জন্য তারকাদের সহায়তা, আকুতি

স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেট, সুনামগঞ্জ। লাখ লাখ মানুষ পানিবন্দি। হারিয়েছেন বসতভিটা। হয়ে পড়েছেন আশ্রয়হীন। বানের পানিতে ভেসে গেছে বাড়িঘর, আসবাবপত্রসহ সমস্ত জিনিস। সেই সঙ্গে ভেসে গেছে বহু প্রাণ-প্রাণী। বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সেবা। চারদিকে হাহাকার আর বাঁচার আকুতি।

দেশের লন্ডন হিসেবে খ্যাত সিলেট এবং সুনামগঞ্জবাসীর এমন বিপদের দিনে সরকারসহ পাশে দাঁড়িয়েছেন দেশের তারকারাও। নিজেরা সহায়তা দেওয়ার পাশাপাশি আকুতি জানাচ্ছেন অন্যদেরও এগিয়ে আসার। করছেন প্রার্থনা। বত্যার্তদের সাহায্যে এগিয়ে আসতে কেউ কেউ ফান্ডও গঠন করেছেন।

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান শনিবার এক পোস্টের মাধ্যমে জানান, তিনি সিলেট-সুনামগঞ্জবাসীকে সাধ্যমতো অর্থ সহায়তা দেবেন। পাশাপাশি তিনি অন্যান্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। একটি ই-মেইল আইডি দেন পোস্টে। জানান, ফান্ড গঠন করা হয়েছে। যারা বন্যার্তদের সহায়তা দিতে ইচ্ছুক, তাদের ওই আইডিতে যোগাযোগ করতে বলা হয়েছে।’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ফেসবুকে লিখেছেন, ‘দেশের একটি বিভাগের প্রায় ৮০ শতাংশ ডুবে যাওয়ার মতো বন্যা এর আগে বাংলাদেশে হয়নি। সিলেট ও সুনামগঞ্জের ভয়াবহ বন্যা পরিস্থিতির ছবি ও ভিডিও দেখে শিউরে উঠছি। ঝুঁকি এড়াতে বন্ধ করে দেয়া হয়েছে ইলেকট্রিসিটি। ইন্টারনেট, এমনকি দেশের অন্যান্য জায়গা থেকেও তারা যোগাযোগ বিচ্ছিন্ন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন