কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


কৃষি অব্যবস্থাপনা: বেশি উৎপাদনেও কৃষকের কান্না!

বাংলাদেশে সবচেয়ে বড় সুপরিবর্তনের কথা যদি বলতে হয়, তাহলে প্রথমেই বলতে হবে কৃষি খাতের কথা। খাদ্যদ্রব্য উৎপাদনই শুধু নয়, কৃষি সংশ্লিষ্ট প্রতিটি খাতই ঈর্ষণীয় সাফল্য লাভ করেছে উৎপাদনের দিক থেকে, যা বিশ্ব খাদ্য সংস্থা থেকে শুরু করে দুনিয়ার সব গবেষণা প্রতিষ্ঠানই স্বীকার করে।

আমাদের কৃষকরা দেখিয়ে দিয়েছেন, তারা সহযোগিতা পেলে অসাধ্য সাধন করতে পারেন। এর সুফল ইতোমধ্যে দেশের মানুষ পাচ্ছে। কিন্তু তারপরও আমাদের বলতে হবে, বাংলাদেশে কৃষি ব্যবস্থাপনার অবস্থান উৎপাদনের তুলনায় অনেক পিছিয়ে আছে।

মনে করার যৌক্তিক কারণ আছে যে, খাদ্য চাহিদা পূরণের জন্য সব পক্ষ উৎপাদন বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে যুদ্ধে নামলেও পরবর্তী প্রতিক্রিয়া কিংবা ফলাফল সম্পর্কে চিন্তা-ভাবনা তেমন করা হয় না। করলেও তাদের চিন্তা-পরিকল্পনাগুলো গতি লাভ করতে পারেনি। অন্তত উৎপাদন বৃদ্ধির সমান্তরালে যেতে পারেনি।

আমাদের দেশের কৃষকরা আসলে লাভ লোকসানের কথা গভীরভাবে চিন্তা করেন না। তাদের মনোজগৎজুড়ে থাকে মাটি, আর উৎপাদিত ফসল। একাগ্রভাবে তাদের শ্রম মেধা প্রয়োগ করে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে। আগেই বলেছি তারা এক্ষেত্রে শতভাগ সফলও বটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন