কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নোবেল পাওয়ার আগেও রোহিঙ্গাদের নিয়ে বিদ্বেষমূলক লেখা লেখেন সুচি

জাগো নিউজ ২৪ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ০৮ জুন ২০২২, ১৭:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক ইমতিয়াজ আহমেদ বলেছেন, নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আগেই রোহিঙ্গাদের নিয়ে বিদ্বেষমূলক লেখা লিখেছেন অং সান সুচি।


বিভিন্ন জায়গায় সেটা প্রকাশও হয়েছে। তারপও নোবেল কমিটি সেগুলো কেন দেখেনি!


তিনি বলেন, বৌদ্ধ মৌলবাদের সঙ্গে অন্য যে কোনো ধর্মের মৌলবাদের কোনো পার্থক্য নেই। এমনকি এরকম একত্ববাদের রাজনীতি শ্রীলঙ্কা ও ভারতেও দেখা যাচ্ছে।


বুধবার (৮ জুন) ‘বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে শান্তিপূর্ণ প্রত্যাবাসন: প্রতিবন্ধকতা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, মিয়ানমার ১৩৫টি এথনিক কমিউনিটি (নৃতাত্ত্বিক গোষ্ঠী) স্বীকৃতি দিলেও রোহিঙ্গাদেরকে তারা স্বীকৃতি দেয়নি। তবে মিয়ানমার থেকে কিছু গুরুত্বপূর্ণ অর্জন হয়েছে। যেমন মিয়ানমার আন্তর্জাতিকভাবে তাদের উপস্থাপনার কোথাও রোহিঙ্গাদের বেঙ্গলি, অবৈধ অভিবাসী বলে উল্লেখ করেনি। বরং তারা তাদেরকে আরাকানিজ মুসলিম হিসেবে চিহ্নিত করেছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও