কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


রজোবন্ধের নানান উপসর্গ

হতে পারে চোয়াল ব্যথা কিংবা শুষ্ক চোখের সমস্যা।

নারীর বয়স ৪০ থেকে ৫০’য়ের কোঠায় পৌঁছালে ‘সেক্স হরমোন’ কমতে থাকে স্বাভাবিকভাবে। শেষ হয়ে যায় গর্ভধারণের সম্ভাবনা। যারা এই অভিজ্ঞতার স্বাদ পেয়েছেন তারা দাবি করেন এসময় পুরো শরীরেই বিপুল পরিবর্তন আসে।

আর সেই সঙ্গে অদ্ভুত কিছু উপসর্গ আসে যা নিয়ে আলোচনা হয় না বললেই চলে।

যুক্তরাষ্ট্রের স্ত্রী রোগ-বিশেষজ্ঞ এবং ‘ইন্টিগ্রেটিভ মেডিকাল গ্রুপ অফ আরভিং’য়ের প্রতিষ্ঠাতা ফেলিস গের্শ ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “প্রোজেস্টেরন’, ‘এস্ট্রোজেন’ ও ‘টেস্টোস্টেরন’ এই তিন মিলে হল ‘সেক্স হরমোন’। এই হরমোন যে শুধু জরায়ুতে প্রভাব ফেলে তা নয়। শরীরের প্রতিটি কার্যকলাপের সঙ্গে এদের সম্পর্ক আছে। আর রজোবন্ধের পর ওই সবকিছুর ওপরেই তার প্রভাব পড়ে, যে কারণে নানান উপসর্গ দেখা দেয়।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন