কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দেশের বাজারে এলো অপো এফ২১ প্রো ফাইভজি

কালের কণ্ঠ প্রকাশিত: ০৪ জুন ২০২২, ১৫:০১

দেশের বাজারে আজ অপো এফ২১ প্রো ফাইভজি ডিভাইসটি উন্মোচনের ঘোষণা দেওয়া হয়েছে। অপো এফ২১ প্রো ফাইভজি ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে আল্ট্রা-থিন ফ্ল্যাট এজ রেট্রো ডিজাইন এবং এ শিল্পখাতের প্রথম ডুয়াল অরবিট লাইটস। বোকেহ ফ্লেয়ার পোর্ট্রেট ও সেলফি এইচডিআর ইমেজ ফিচার-সহ ডিভাইসটিতে রয়েছে কোয়ালকম® স্ন্যাপড্রাগন™ ৬৯৫ ফাইভজি ৬ এনএম মোবাইল প্ল্যাটফর্ম। যার মাধ্যমে ব্যবহারকারীরা বৈচিত্র্যপূর্ণ লাইফস্টাইলের রোমাঞ্চকর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করতে পারবেন।


এফ সিরিজের স্লিক ও কমপ্যাক্ট ডিজাইনের ধারাবাহিকতায় এফ২১ প্রো ফাইভজি ডিভাইসে আল্ট্রা-থিন ফ্ল্যাট এজ রেট্রো ডিজাইন ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি দুটি ভিন্ন রঙে, রেইনবো স্পেকট্রাম ও কসমিক ব্ল্যাক, পাওয়া যাচ্ছে। এফ২১ প্রো ফাইভজি ডিভাইসটিতে অপো’র ডুয়াল অরবিট লাইট নিয়ে আসা হয়েছে, যা দুটি মেইন ক্যামেরার পেছনে সুন্দরভাবে একত্রিত। ডুয়াল অরবিট লাইটগুলো বিভিন্ন পরিস্থিতির ওপর নির্ভর করে ইলেক্ট্রনিক ব্লু, লাইট ব্লু, সায়ান ব্লু ও বেবি ব্লুতে আলোকিত হয় বা জ্বলজ্বল করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও