কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


রাজনীতির হাজী সেলিম মডেল

রাজনীতিবিদদের কাছে, রাজনীতির মাঠে হাজী সেলিম মডেল কি আবশ্যক ও জরুরি বস্তুবিশেষ? এরকম মডেল একটা-দুইটা কিংবা কিছু সংখ্যক না থাকলে কি দল ও গোষ্ঠীতন্ত্রের কাছে রাজনীতি করা দুরুহ হয়ে ওঠে? রাজনীতিতে প্রভাব বলয় বিস্তার করা, দাপট দেখানো, প্রতিদ্বন্দ্বীর থেকে এগিয়ে থাকার জন্য হাজী সেলিম মডেল কি সবিশেষ অপরিহারয কিছু? পেশীশক্তির কেরদানি দেখিয়ে, অর্থ উড়িয়ে, ভীতি ছড়িয়ে, প্রশাসনকে জিম্মি করে ভোটের মাঠে বিজয়ী হওয়ার জন্য, রাজনীতির হাজী সেলিম মডেল কি অতুলনীয়-অপ্রতিদ্বন্দ্বী এক উদাহরণ?

এসব প্রশ্নের উত্তর যদি 'না' হয় তাহলে আমাদের রাজনৈতিক দল ও রাজনীতিকদের কাছে হাজী সেলিমরা কেন আদৃত। কেন তারা রাজনীতিতে কলুষতা ছড়ানোর সুযোগ পায়? তাদের কাছে কোন্ সেই জাদুর কাঠি আছে যার পরশে তারা সকল অন্যায়-অপকর্ম করার পরও রাজনীতিতে আদৃত হন? এর জন্য কে বা কারা দায়ী? এসব প্রশ্নের উত্তর তালাশ করা প্রয়োজন। নীতির রাজা-রাজনীতির মর্যাদা রক্ষার স্বার্থেই জানা উচিত হাজী সেলিম মডেল কতটা ভয়ঙ্কর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন