কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


পরিস্থিতি মোকাবিলায় যেসব প্রস্তুতি জরুরি

প্রায় বিশ্বব্যাপী করোনা-দুর্যোগের অভিঘাত অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে যেভাবে লেগেছিল, তা কাটিয়ে ওঠা এখনও সম্ভব হয়নি। তবে করোনা-উত্তর আমরা পরিস্থিতি দ্রুত সামাল দিচ্ছিলাম, চ্যালেঞ্জগুলো সামনে রেখে। নানামুখী পদক্ষেপ কিছুটা হলেও ইতিবাচক পরিস্থিতির সৃষ্টি করেছিল। এরই মধ্যে সৃষ্টি হলো ইউক্রেন সংকট। বিশ্বের বিভিন্ন দেশে এর বিরূপ প্রভাব দৃশ্যমান হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে আমাদের সামনে অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের চলমান ঘটনাবলির কারণে চ্যালেঞ্জের দাগটা আরও মোটা হয়ে উঠেছে। অস্বীকার করা যাবে না, আমাদের অর্থনীতি যথেষ্ট সন্তোষজনক পর্যায়ে পৌঁছেছিল। এখন সে ক্ষেত্রে কমবেশি বিরূপ ধাক্কা লাগবে বাস্তব কারণেই। পরিস্থিতি মোকাবিলায় বেশকিছু প্রস্তুতি দরকার। আমাদের দায়িত্বশীলদের অবশ্যই দূরদর্শিতার পরিচয় দিতে হবে। কোনোভাবেই আত্মতুষ্টিতে ভোগার অবকাশ নেই। যথাসময়ে যথাযথ পদক্ষেপ না নিলে অবস্থা খারাপ হয়ে পড়তে পারে।

আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুটি খাত প্রবাসী আয় ও তৈরি পোশাক শিল্প। এ দুই ক্ষেত্রেই একটু ভাটা পড়েছে। রিজার্ভ কমে আসছে। ডলারের দাম বেড়ে গেছে। ভোজ্যতেলসহ বেশকিছু নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। নানা কারণে প্রভাব পড়ছে মূল্যস্ম্ফীতির ওপর। নিম্ন-মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। এগুলো নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। আমরা দেখছি, আমাদের বড় শিল্পগুলো কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বটে, কিন্তু ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবস্থা ভালো নয়। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, এর দিকে গুরুত্ব সহকারে নজর দিতে হবে। এর সঙ্গে কর্মসংস্থান, অর্থনীতি, সামাজিক ভারসাম্যের বিষয় যুক্ত। এর মধ্যেও আমরা দেখছি আর্থিক খাতে অনিয়ম ঘটেই চলেছে। ব্যাংকিং খাতে অনিয়মের বিরূপ ফল হয়ে দাঁড়াচ্ছে নানামুখী। ব্যাংক ঋণ প্রদানের ক্ষেত্রে নানা অনাকাঙ্ক্ষিত চিত্র এখনও বিদ্যমান। এসব সমস্যা সমাধানে প্রতিশ্রুতি আছে বটে, কিন্তু কার্যত কাজের কাজ সেভাবে হচ্ছে না। ব্যাংক খাতে সংস্কারের কথা বারবার বলা হচ্ছে। এ ব্যাপারে কঠোর ও নির্মোহ অবস্থানের বিকল্প নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন