কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মাঙ্কিপক্স : আতঙ্কিত নয় সতর্ক হওয়া জরুরি

বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির রেশ না কাটতেই নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে মাঙ্কিপক্স। সাম্প্রতিক বছরগুলোতে শুধু আফ্রিকায় সীমাবদ্ধ ছিল মাঙ্কিপক্স। কিন্তু ২০২২ সালের মে মাসের শুরু থেকে যুক্তরাষ্ট্র, কানাডাসহ ইউরোপের বেশকিছু দেশে মাঙ্কিপক্সের রোগী শনাক্ত হচ্ছে। অবশ্য বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এখন পর্যন্ত এই ভাইরাস শনাক্ত হয়নি।

৭ মে লন্ডনে প্রথম এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্স ভাইরাস পাওয়া গিয়েছিল, যিনি ইতিপূর্বে নাইজেরিয়ায় গিয়েছিলেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, সেখানেই তিনি আক্রান্ত হয়েছিলেন। ২০ মে ফ্রান্সে মাঙ্কিপক্স ভাইরাস সংক্রমিত প্রথম রোগী পাওয়া গেছে।

কানাডার মন্ট্রিয়লে ১৩ জন আক্রান্তের সত্যতা মিলেছে। ১৩ মে থেকে ২৫ মে পর্যন্ত আফ্রিকার বাইরে মোট ১৮টি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স, যেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ৯৪ জন। ২২ মে ইসরায়েল ও সুইজারল্যান্ড তাদের দেশে একজন করে মাঙ্কিপক্স রোগী শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন