কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হুইস্কি থেকে গাড়ির জ্বালানি

ডেইলি স্টার প্রকাশিত: ২৩ মে ২০২২, ২২:২৬

'শত্রুও অনেক ক্ষেত্রে পরম বন্ধু হতে পারে'- কথাটি এবার সত্যে পরিণত হয়েছে; যখন গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে মদ। স্কটিশ জৈব জ্বালানি প্রতিষ্ঠান এই উদ্যোগকে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। 


স্কটিশ হুইস্কির স্বাদের বিশ্বজোড়া খ্যাতির জন্য এটি বার্ষিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের শিল্পে পরিণত হয়েছে। প্রতি সেকেন্ডে প্রায় ৪৪টি বোতল স্কটিশ হুইস্কি রপ্তানি হচ্ছে নানা দেশে। তবে অন্যান্য জিনিসের মতো এটিরও রয়েছে এক অন্ধকার জগৎ।


প্রতি লিটার হুইস্কি উৎপাদনে অবশিষ্ট ১০ লিটার 'স্পেন্ট লিস' নামের জলীয় পদার্থ, ৮ লিটার পট অ্যাল, ২ দশমিক ৫ কিলোগ্রাম ড্রাফ থেকে যায়। আর এসব বর্জ্য পদার্থ পানিতে ফেলে দেওয়া হয়। যা পরবর্তী সময়ে সাগরের পানিতে মিশে পরিবেশের জন্য হুমকি সৃষ্টি করে। 


তারপর জৈব জ্বালানি বিজ্ঞানী মার্টিন ট্যাংনি গবেষণা করে দেখতে পান, ড্রাফের শর্করাগুলো গাঁজন প্রক্রিয়ায় অ্যাসিডে পরিণত করে। যা পরবর্তী সময়ে গাড়িতে ব্যবহারযোগ্য ডিজেল বা গ্যাসে রূপান্তরিত হতে পারে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও