কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


একদম চাঙ্গা থাকবে শরীর, শুধু গলায় ঢালুন বেনানা শেক!

আসলে এখনকার সময়ে মানুষ খুবই ক্লান্ত। সারাদিন কোনও শারীরিক পরিশ্রম না করেই শরীরে ক্লান্তি ধরা দিচ্ছে। এই অবস্থায় প্রতিটি মানুষকে অবশ্যই হয়ে যেতে হবে সাবধান। তবেই ভালো থাকতে পারা যায়।

এবার ক্লান্তি থেকে বেরনোর পাশাপাশি আরও কিছু বিষয় মানুষকে মাথায় রাখতে হয়। এক্ষেত্রে ইমিউনিটি (Immunity) বাড়ানো থেকে শুরু করে শরীরে জোর বাড়ানোর বিষয়গুলিও মাথায় রাখা দরকার। এবার বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্ত ক্ষেত্রে আপনার কাছে অন্যতম হাতিয়ার হতে পারে বেনানা শেক (Banana Shake)। কলা-দুধ দিয়ে তৈরি এই খাবার অনায়াসে শরীরকে শক্ত করে তুলতে পারে। জোগাতে পারে প্রয়োজনীয় পুষ্টি। তাই মানুষ এই খাবার খেলে সুস্থ অনুভব করেন। এক্ষেত্রে কলা ও দুধে থাকা বিভিন্ন পুষ্টিগুণ শরীরকে শক্তি জোগায়। এমনকী ইমিউনিটি বাড়াতেও পারে অনেকাংশে। তাই প্রতিটি মানুষের এই বিশেষ খাবারটির দিকে নজর রাখতেই হবে (Benefits of Banana Shake)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন