কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বর্গিরা থাকে ঘাপটি মেরে, রক্ত চোষে সময় পেলে

সেই ব্রিটিশ আমলের বর্গিদের কথা আমরা জানি। তাদের শোষণ, তাদের শাসন, তাদের অত্যাচার, জুলুমের কথা এখনো সবার মুখে মুখে। বিদেশি বর্গিদের হাত থেকে আমরা হয়তো সাময়িক মুক্তি পেয়েছি। কিন্তু দেশীয় নব্য বর্গিরা তাদের চেয়েও ভয়ংকর। বলা হয়, দেশীয় সম্পদের বেশির ভাগ এই নব্য বর্গিদের হাতে। এই বর্গিদের কয়েকটি সেক্টর সম্পর্কে সবিনয়ে দু-একটি কথা বলতে চাই।

বর্তমান সময়ের আলোচিত খাত—তেল। ভোজ্যতেলের নৈরাজ্য গত দুই-তিন মাসের আলোচিত ঘটনা। তেল নিয়ে যে এই তেলেসমাতি, এর কারণ হলো দেশীয় যে পাঁচটি কোম্পানি অপরিশোধিত ভোজ্যতেল আমদানি করে পরিশোধিত করে, আমাদের সরবরাহ করে, তাদের হাতে তেল মার্কেট জিম্মি। এসব কোম্পানি বেশ কিছু বছর যাবৎ তাদের প্রোপাগান্ডা দিয়ে এই সয়াবিন ও পাম অয়েলের ওপর আমাদের জাতিকে পরিপূর্ণভাবে নির্ভরশীল করে তুলেছে। যার কারণে আমরা এখন আমাদের পূর্বপুরুষের তেল খাওয়ার অভ্যাস পরিবর্তন করে তাদের ওপর নির্ভরশীল। আমাদের রক্ত এখন এরা শুষে নিচ্ছে পরিশোধিত তেল দিয়ে। এই কোম্পানিগুলো সবকিছু নিয়ন্ত্রণ করার দরুন আমরা সরাসরি পরিশোধিত তেল আমদানি করতে পারি না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন