কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


জয়শঙ্করের ঢাকা সফর

ঈদের আগে ঢাকা ঘুরে গেছেন ভারতের পররাষ্টমন্ত্রী এস জয়শঙ্কর। তার আসার আগে কয়েকটি পত্রিকা শিরোনাম করেছিল, ‘সুখবর নিয়ে আসছেন জয়শঙ্কর’। কিন্তু কি সেই সুখবর সেটি তাঁর চলে যাওয়ার পরও পরিষ্কার করেনি সেই সব পত্রিকা। মনে হচ্ছে এই সফরের সবচেয়ে বড় অর্জন ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের দিনক্ষণ ঠিক করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো জুলাইয়ে ভারত সফরে যাবেন। ২০১৯ সালের পর তিনি আর ভারত সফরে যাননি। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর করে গেছেন।

ভারতের মতো নিকট প্রতিবেশি দেশের এমন একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর বাংলাদেশ সফর আলাদা গুরুত্ব বহন করে। সবাই উৎসাহী হয়, জানতে চায় বিরোধপূর্ণ ইস্যুগুলোর কতটুকু কী হলো। এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি। কোন সফরেরই তাৎক্ষণিক কোনো লাভালাভের হিসাব মেলানো সহজ হয় না। দুই পররাষ্টমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, উভয় দেশের সম্পর্ক আরও মজবুত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বাংলাদেশ থেকে তিনি ভুটান গেছেন এবং সেটারও কারণ আছে। এ অঞ্চলে জলবিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বাণিজ্য সম্পর্কিত সহযোগিতার বিষয়টি (বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটান) একটা ফ্রেমওয়ার্কের আওতায় নিয়ে আসার প্রচেষ্টা রয়েছে ভারতের দিক থেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন