কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘যুক্তরাষ্ট্রের সহায়তায় রুশ জেনারেলদের হত্যা করেছে ইউক্রেন’

যুগান্তর ইউক্রেন প্রকাশিত: ০৫ মে ২০২২, ১০:২৩

চলমান যুদ্ধে নিহত রাশিয়ার জেনারেলদের হত্যার জন্য ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ করে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। সিনিয়র মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইসমের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে বলে আল জাজিরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে। 


মার্কিন কর্মকর্তাদের বরাত নিউইয়র্ক টাইমস জানায়, যুদ্ধক্ষেত্রের প্রকৃত অবস্থা সহবরাহ করতে বাইডেন প্রশাসনের প্রচেষ্টার অংশ হিসেবে ওই তথ্য সরবরাহ করা হয়েছে। 


নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে,  যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বারবার পরিবর্তনশীল রুশ সেনাবাহিনীর সদর দফতরের অবস্থান সম্পর্কিত তথ্য ইউক্রেনকে সরবরাহ করেছে। নিজেদের গোয়েন্দা তথ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্যের সমন্বয় করে রাশিয়ার সিনিয়র কর্মকর্তাদের অবস্থান শনাক্ত করেছে ইউক্রেন।  এরপরই তারা এসব স্থানে হামলা চালিয়েছে। 


ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছেন, তারা শীর্ষস্থানীয় ১৩ জন রুশ জেনারেলকে হত্যা করেছে। অনেক সামরিক বিশ্লেষকদের মতে কোনো যুদ্ধে শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা নিহতের ক্ষেত্রে এই সংখ্যাটা অনেক বেশি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও