কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রিকশাওয়ালা মাসুদের ঈদ ও মারজুক রাসেলের একটি না গাওয়া গান

প্রথম আলো সারফুদ্দিন আহমেদ প্রকাশিত: ০৩ মে ২০২২, ১৬:৪৪

আজ সব বন্ধ। দোকানপাট, অফিস-কাছারি, সব ছুটিতে। কারণ, ‘আজ ঈদ। মদিনার ঘরে ঘরে আনন্দ। দলে দলে লোক ঈদগাহে চলেছে।’ কিন্তু আজও পত্রিকা অফিস (অনলাইন বিভাগ) খোলা। তাই ঈদের নামাজ শেষে আমি চলেছি অফিসে। কারওয়ান বাজারে। সবুজবাগ থেকে রিকশায় উঠেছি। রাস্তা একেবারে ফাঁকা। খিলগাঁও পর্যন্ত আসতেই মোবাইল বাজল। এক বন্ধু ফোন করেছেন।


‘হ্যালো, সারফুদ্দিন! ঈদ মোবারক।’
‘হ ভাই! ঈদ মোবারক!’
‘তুমি কই। বালবাচ্চা নিয়ে চলে আসো।’
‘দাওয়াত দিলা, তার জন্য থ্যাংক ইউ। কিন্তু এ বেলা তো যেতে পারব না। অফিসে যাচ্ছি।’
‘কও কী? আজ তো সব বন্ধ। আজকে আবার কিসের অফিস?’
‘আছে। আজকেও কিছু অফিস খোলা থাকে। হাসপাতাল, মিডিয়া, থানা, জেলখানা...’
‘তাই বলে আজকেও কাজ!’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও