কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বক্স অফিসে ধস, ৩ দিনে ৫১ কোটি

বাবা-ছেলে—মেগাস্টার চিরঞ্জীবী ও রাম চরণের নতুন সিনেমা ‘আচার্য’ মুক্তি পেয়েছে ২৯ এপ্রিল। প্রথম দিন বিশ্ব বক্স অফিসে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করলেও দ্বিতীয় দিনে ধস নেমেছে। 

ভারতের সংবাদমাধ্যম রিপাবলিকওয়ার্ল্ড ডটকমের খবর, মুক্তির দিন ভালো সংগ্রহ করলেও পরপর দুদিন বক্স অফিসে তেমন সংগ্রহ করতে পারেনি ‘আচার্য’। ভারতের বক্স অফিসে প্রথম দুদিনে সিনেমাটির সংগ্রহ ৪৫.৮০ কোটি রুপি (নেট)। তৃতীয় দিন সংগ্রহ করেছে প্রায় ৬ কোটি রুপি (নেট)। তিন দিনে নেট সংগ্রহ ৫১.৮০ কোটি রুপি।

ফিল্মিবিট ডটকমের খবর, ‘আচার্য’ সিনেমার প্রেক্ষাগৃহ-স্বত্ব বিক্রি হয়েছে ১৩১.২০ কোটি রুপিতে, যা তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রিতে অন্যতম সর্বোচ্চ।

২০১৯ সালের অক্টোবরে সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ২০২০ সালের জানুয়ারিতে প্রধান অংশের শুট শুরু হয়। তবে করোনা মহামারির কারণে শুটিংয়ে বিলম্ব হয়। অবশেষে ২৯ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পায় সিনেমাটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন