কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ভ্লাদিমির পুতিনের আচরণকে নিকৃষ্ট বলল পেন্টাগন

ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেভাবে যুদ্ধ পরিচালনা করছেন, তার নিন্দা জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলায় পুতিনের আচরণকে নিকৃষ্ট ধরনের বলে অভিহিত করেছেন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি।  

পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জন কিরবি বলেছেন, (ইউক্রেনে) নিরপরাধ মানুষদের মাথার পেছন দিক থেকে গুলি করা হয়েছে। তাদের পিঠমোড়া করে হাত বাঁধা হয়েছে। গর্ভবতী নারীদের হত্যা করা হচ্ছে, হাসপাতালে বোমা হামলা চালানো হচ্ছে। এটা অকল্পনীয়।

তিনি আরো বলেন, রাশিয়ার এ ধরনের আচরণ একেবারে ঠাণ্ডা মাথায় নিকৃষ্ট ধরণের বর্বরতা। আমরা রুশ নেতাদের কাছ থেকে যেসব বক্তব্য শুনে থাকি এবং সম্প্রতি দেশটির মন্ত্রী সের্গেই ল্যাভরভ পারমাণবিক সংঘর্ষের যে ভীতি ছড়িয়ে দিয়েছেন, এগুলো দায়িত্বজ্ঞানহীন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন