কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


কলকাতা এখন মরুশহর! Uber-এর উট সার্ভিস ভাইরাল ইন্টারনেটে

Viral Uber এর উট সার্ভিস। মরুশহরের বালি ছেড়ে তিলোত্তমার বুকে এসে হাজির উট। সোশ্যাল মিডিয়া হল এমন একটি জায়গা যেখানে বিভিন্ন বিষয় বিভিন্ন ভাবে ভাইরাল হয়। সম্প্রতি একটি বিষয় নিয়ে উত্তাল হয়েছে নেটদুনিয়া। সেই বিষয়টি হলো উবেরের উট সার্ভিস। সোশ্যাল মিডিয়া খুললেই এখন চোখে পড়ছে উবেরের নতুন এই উট সার্ভিস। এখন কলকাতার বিভিন্ন জায়গায় যাওয়া যাবে উটে চড়ে। কারণ কলকাতা এখন গরমের দিক থেকে মরুশহর। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল সেই পোস্ট।

মে মাসের শেষেই কলকাতার তাপমাত্রা পৌঁছে গিয়েছে 40 ডিগ্রির উপরে। এখনও জুন, জুলাই মাস বাকি রয়েছে। কলকাতা জুড়ে যে মাত্রায় গরম পড়েছে মনে হচ্ছে এটা যেন একটা মরুশহর। এই গরমকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিভিন্ন ধরনের মিম। এর মধ্যে সবথেকে বেশি ভাইরাল হয়েছে উবেরের উট সার্ভিস। আসলে এটি মজা করে তৈরি করা হয়েছে। কারণ কলকাতায় এখন রাজস্থানের মতোই গরম। এর জন্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে উটের বিভিন্ন ধরনের ছবি। কখনও দেখা যাচ্ছে কলকাতার কোনও স্টেশনে ঘুরে বেড়াচ্ছে উট আবার কখনও দেখা যাচ্ছে কলকাতার কোন রাস্তায় হেঁটে বেড়াচ্ছে উট। এমনই বিভিন্ন ধরনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে চলেছে। এর মধ্যে ঝড়ের গতিইতে ভাইরাল হয়েছে উবেরের উট সার্ভিস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন