কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


যারা আমাদের খাদ্যের যোগান দেন তাদের বিপদে রাষ্ট্র কেন পাশে দাঁড়ায় না?

ইউক্রেন- রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্য সরবরাহের সংকট পরিস্থিতির প্রেক্ষিতে গত সংসদ অধিবেশনে খাদ্যমন্ত্রী এক প্রশ্নে জবাবে সংসদকে জানান, ২০২১- ২২ অর্থবছরে আমাদের ৪ কোটি ৭ লাখ টন খাদ্যশস্য (চাল ও আটা) উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি একটি গাণিতিক হিসাব করে দেখিয়েছেন, আমাদের দৈনিক গড় মাথাপিছু খাদ্যশস্য গ্রহণের পরিমাণ ৩৮৭ গ্রাম। যার মধ্যে ৩৬৭.২ গ্রাম চাল এবং ১০.৮ গ্রাম আটা। দেশের লোকসংখ্যা ১৬ কোটি ৭০ লাখ ধরে খাদ্যমন্ত্রী সংসদে ওই হিসাব দিয়েছেন।

এবারের বোরো মৌসুমে ২ কোটি টন চাল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়। দেশের সাতটি জেলা কিশোরগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জের হাওরে বোরো ধানের আবাদ হয়েছে ৪ লাখ ৫২ হাজার ১৩৮ হেক্টর জমিতে। হাওর থেকেই ১২ লাখ টন চাল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এবারে ৯ হাজার ৭০০ হেক্টর জমি পাহাড়ি ঢলের কবলে পড়েছে। ঝুঁকিতে রয়েছে সবগুলো। আগাম ধান কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছ কৃষি দপ্তর থেকে। কাঁচা- আধাপাকা ধান কাটতে কৃষক বাধ্য হচ্ছেন। কাটার পরও আনতে না পারার কারণে ঘরে তুলতে পারছেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন