কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ব্রাহ্মণবাড়িয়া বিসিক : কারখানায় পানি, উৎপাদন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর শিল্পনগরী এলাকা যেখানে অবস্থিত ঠিক এর সামনে দিয়ে নির্মাণ হচ্ছে চারলেনের সড়ক। কুমিল্লা-সিলেট মহাসড়কের ওই অংশটি নির্মাণ করতে গিয়ে ভরাট করে ফেলতে হয়েছে খাল, যেখানে বিসিক এর কারখানার সকল পানি গিয়ে পড়ত।

খাল ভরাটের কারণে এখন সেটিতে পানি যেতে পারছে না বলে বিসিক এলাকার অন্তত ৩০টি কারখানা পানিতে তলিয়ে গেছে। যে কারণে ওই কারখানাগুলোয় গত চার-পাঁচদিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে। এ অবস্থায় ঈদ মৌসুমের বাড়তি উৎপাদন তো দূরের কথা নিয়মিত উৎপাদনই করতে পারছে না কারাখানাগুলো। এতে ব্যবসায়ীদের লোকসানের মুখে পড়তে হচ্ছে।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর এলাকার বিসিক শিল্পনগরীতে মোট ৬৮টি প্রতিষ্ঠান রয়েছে। বিসিকের সামনে দিয়ে যাওয়া কুমিল্লা-সিলেট মহাসড়কটি চারলেনে রূপান্তরিত হওয়া কাজ চলতে থাকায় বেশ কিছুদিন যাবৎই বালুসহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী ফেলা হচ্ছে। এরই মধ্যে বিসিকের সামনের খালটিও বালু দিয়ে ভরাট করে ফেলা হয়। ওই খালটিতে পুরো বিসিক এলাকার কারখানাগুলোর বর্জ্য পানি ফেলা হতো। গত সপ্তাহ দুয়েক আগে থেকে খালটি ভরাট কাজ শুরু হয়। গত চার-পাঁচ দিন আগে সামনের অংশের খাল পুরোপুরি ভরাট হয়ে যাওয়ায় বিসিকে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

এতে আব্দুল মোনেম লিমিটেড, মুন্নী সোপ, মা-মণি সোপ, আলম কেমিক্যাল, সুবর্ণ আইসক্রিম, বাবুল চিড়ার মিল, ভাই ভাই মুড়ির মিল, কাসেম মেটাল, রতন ফুড, রহিমা লুভ ওয়েল, জাবেদ মেটাল, ভাই ভাই অ্যালমুনিয়াম, পিন্টু বলপেন, মান্নার ক্যামিকেল, আপন ফ্লাওয়ার মিলসহ অন্তত ৩০টি কারখানায় পানি ঢুকে উৎপাদন বন্ধ রয়েছে। এ ছাড়া বিসিক কার্যালয়ের আঙিনায়ও পানি থাকায় কর্মকর্তা-কর্মচারীরা সেখানে যেতে দুর্ভোগ পোহাচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন