কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


গোপনে চিঠি বিনিময় করলেন শাহবাজ-পুতিন

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরস্পরের মধ্যে গোপনে চিঠি বিনিময় করেছেন। পাকিস্তানের গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের বরাত দিয়ে এ খবর প্রকাশ করছে হিন্দুস্তান টাইমস ও বার্তা সংস্থা এএনআই। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জনগণের আলোচনা এবং গণমাধ্যম থেকে দূরে থাকতেই দুই দেশের রাষ্ট্র প্রধানেরা নীরবে চিঠি আদান প্রদান করেছেন বলে ধারণা করা হচ্ছে। চিঠিতে উভয় দেশই তাদের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে। 

পুতিন তাঁর চিঠিতে পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। এ ছাড়া রাশিয়া ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন পুতিন। অন্যদিকে শাহবাজ তাঁর চিঠিতে আফগানিস্তানে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে পুতিনের কাছ থেকে আগের মতোই সহযোগিতা কামনা করেছেন। এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা এক্সপ্রেস ট্রিবিউনকে এ চিঠির ব্যাপারটি নিশ্চিত করেছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন